শুরু হল বাংলাদেশ বনাম ভারত এর
মধ্যকার ৩ ম্যাচ সিরিজের
সাহারা কাপ ২০১৪। টি ২০
বিশ্বকাপের পর এটাই
বাংলাদেশের প্রথম হোম সিরিজ।
তাই আমার মত হয়তো আপনারাও
অধীর আগ্রহে বসে ছিলেন
টাইগারদের খেলা দেখার আশায়।
তাহলে আসুন প্রথমেই
জেনে নেওয়া যাক বাংলাদেশ
বনাম ভারত এর মধ্যকার
সাহারা কাপ ২০১৪ এর সময়সূচী।
বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার
সাহারা কাপ ২০১৪ এর সময়সূচী
প্রথম ওয়ানডে - ১৫ জুন ২০১৪ (রবিবার)
২য় ওয়ানডে - ১৭ জুন ২০১৪ (মঙ্গলবার)
৩য় ওয়ানডে - ১৯ জুন ২০১৪
(বৃহস্পতিবার)
দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু
হবে বাংলা দেশ সময় দুপুর ১ টায়
এবং অনুষ্ঠিত হবে মিরপুর এর শের এ
বাংলা স্টেডিয়াম এ।
খেলা দেখাবে যে চ্যানেলগুলোঃ
বাংলাদেশে এই সিরিজের
প্রতিটা ম্যাচ সরাসরি সম্প্রচার
করবে বিটিভি ও গাজি টিভি
এবং
ভারতে দেখাবে স্টার স্পোর্টস ১ ও
৩।
অল্প স্পীডে খেলা দেখার
লিঙ্কঃ
যারা বিভিন্ন কারনে টিভির
সামনে বসে খেলা দেখতে পারবেন
না তারা চাইলে অনলাইনে খেলাগুলো দেখতে পারবেন।
অল্প স্পীডেও
অনলাইনে খেলা দেখতে পারবেন
এই লিঙ্ক থেকে ।
তাহলে উপভোগ করতে থাকুন
বাংলাদেশ বনাম ভারত এর খেলার
প্রতিটি মুহূর্ত। টাইগারদের জন্যে শুভ
কামনা জানিয়ে আজ এখানেই
শেষ করছি।
জেনে নিন বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার সাহারা কাপ ২০১৪ এর সময়সূচী এবং নিয়ে নিন অল্প স্পীডে অনলাইনে খেলা দেখার লিঙ