আজকে আমি আপনাদের ক্ষুদ্র
একটা ট্রিকস
দেখাবো যে কিভাবে আপনি আপনার
উইন্ডোজ ৩০ সেকেন্ডের জায়গায় ৫
সেকেন্ডে শার্ট ডাউন করতে পারবেন।
পিসি বন্ধ
করতে গেলে আমরা সাধারনত স্টার্ট
মেনু থেকেই বন্ধ করতে অভস্থ কিন্তু আরও
অনেকভাবে পিসি বন্ধ করা যায়
তা হয়ত অনেকেই করে না আজ
আমি আপনাদের
একটা নিয়মে করে দেখাব।
কাজে অকাজে অনেক সময় আমাদের খুব
তারাতারি উইন্ডোজ বন্ধ করার
প্রয়োজন পড়ে আর তখন ১৫-২০ সেকেন্ড
দেরি করা খুবই বিরক্তিকর মনে হয় তখন
আপনি এই ট্রিকস
টা কাজে লাগাতে পারবেন। ভয়
পাবেন না আমি আপনাকে কোন
সফ্টওয়ার ইন্সটল করতে বলব না এর জন্য
আপনার কিবোর্ড ই যথেষ্ট।
তো প্রথমে আপনার কিবোর্ড থেকে Ctrl
+Alt+Del একসাথে প্রেস করুন দেখুন
আপনার ট্যাস্ক ম্যানেজার চালু হবে।
নিচের মতো
চিত্র
(Ctrl+Alt কি দুটো একসাথে প্রেস
করে রাখবেন শুধু Del কি ছেড়ে দিবেন)
এবার এখান থেকে Shut Down
টাবে ক্লিক করে ড্রপডাউন মেন থেকে
Turn Off সিলেক্ট করুন আর দেখুন মজা।
কোনো সমস্যা হলে কমেন্টস
করতে ভুলবেন না আর আপনার মূল্যবান
কমেন্টস ই আমাদের আগামি পোষ্টের
একমাত্র অনুপ্রেরনা। আর আমার
ক্ষুদে ট্রিকস টা যদি আপনার
ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ
দিতে লজ্জা করবেন না।
এখানে না পারেন আমার
এফবিতে দিয়েন পিএম করে।
আজকের মতো বিদায়। ভালো থাকবেন।
সতর্কবার্তা – এটা করার আগে অবশ্যই
আপনার সমস্ত ফাইল সেভ করে নিবেন ।
(উপরের চিত্র)