ওয়েব কোম্পানি ইয়াহু এবার
এন্ড্রয়েড ডিভাইসের জন্য মুক্তি দিল
তাদের স্মার্ট হোমস্ক্রিন লঞ্চার।
‘ইয়াহু এভিয়েট’ নামের এই লঞ্চার
অ্যাপটি এতদিন বেটা পর্যায়ে ছিল
যা এখন ফাইনাল ভার্সন
হিসেবে রিলিজ পেল।
এভিয়েট
এপ্লিকেশনটি একটি ‘বুদ্ধিমান’
লঞ্চার যা আপনার এন্ড্রয়েড
ডিভাইসের হোমস্ক্রিনকে দিনের
বিভিন্ন সময়ের
উপযোগীকরেআলাদাআলাদাভাবেসাজিয়েতুলবে।
সফটওয়্যারটি ব্যবহারের মধ্য
দিয়ে এটি ইউজারের অভ্যাসের
সাথে মানিয়ে নেয় ও
সে অনুযায়ী কাজ করে। এটি দ্রুত ও
দক্ষ।
আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে ইয়াহু
এভিয়েট ইনস্টল করলে ফোনের
হোমস্ক্রিনে যেসব পরিবর্তন
আসবে তার মধ্যে উল্লেখযোগ্য
কয়েকটি হচ্ছেঃ
অপশন সেট করে দেয়ার পর
আপনি ঘুম থেকে উঠে ফোন
ব্যবহার শুরু করলেই এভিয়েট
আপনি কতক্ষণ ঘুমিয়েছেন
তা জানাবে।
অফিস সময়ে এটি আপনার ব্যবহৃত
বিভিন্ন
প্রোডাক্টিভিটি অ্যাপ
স্ক্রিনে সহজলভ্য করে তুলবে।
রাস্তায় থাকাকালীন এভিয়েট
ট্র্যাফিক পরিস্থিতি ও আপনার
গন্তব্যে ফেরার পথ প্রদর্শন করবে।
ডিনারেগেলেঅ্যাপটিবিভিন্ন
খাবার ও রেস্টুরেন্টের রিভিউ
জানাবে।
হেডফোন প্ল্যাগ-ইন
করলে মিউজিক অ্যাপ আসবে ও
গান শোনার সময় সংশ্লিষ্ট
আর্টিস্টের কনসার্ট, টুইট ও অন্যান্য
তথ্য দেখাবে।
বিনামূল্যে ইয়াহু এভিয়েট
ডাউনলোড করতে চাইলে এই গুগল
প্লে লিংকে ভিজিট করুন।
এন্ড্রয়েডের জন্য এলো স্মার্ট হোমস্ক্রিন লঞ্চার ‘ইয়াহু এভিয়েট’ !