Home About-us Privacy Policy Contact-us Services

জেনে নিন মোবাইল ফোন দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেলে কি করবেন ও এর প্রতিকার।

ad+1

আপনার শখের মোবাইল
ফোনটি যদি দুর্ঘটনাবশত
পানিতে পড়ে যায় খুবই সাধারণ কিছু
নিয়মে তা রক্ষা করা সম্ভব।

০১. দ্রুত খুলে ফেলুন ব্যাটারি আর সিম

মোবাইল ভিজে গেলে সবার
প্রথমে যে কাজটি করবেন
তা হচ্ছে ফোন
থেকে ব্যাটারি খুলে ফেলুন।
এটি করলে ফোনে শর্ট সার্কিট হওয়ার
সম্ভাবনা কমে আসে। ব্যাটারির
সঙ্গে সিম কার্ডটিও বের করে রাখুন।
কারণ ভিজে যাওয়া সিম কার্ডও নষ্ট
হতে পারে।

০২. দ্রুত শুকানোর ব্যবস্থা করুন

পেপার টাওয়েল বা শুকনা কাপড় ব্যবহার
করে ফোনের
বাইরে লেগে থাকা পানি মুছে ফেলুন ।
হেয়ার ড্রায়ারের
সাহায্যে শুকাতে পারবেন মোবাইল।
সেক্ষেত্রে ব্যাটারি খোলা অবস্থায়
একটু উঁচু থেকে হেয়ার ড্রায়ার
ধরে ফোন শুকানোর চেষ্টা করতে হবে।
শুকানোর পর ফোন সঙ্গে সঙ্গে চালু
করবেন না। বরং পরদিন সার্ভিস
সেন্টারে নিয়ে ফোনের
অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
ভালোভাবে শুকানোর জন্য ফোনের
বাইরের কেসিং, কভার ইত্যাদি অবশ্যই
খুলে রাখুন।
তবে ওভেন, মাইক্রোওভেন বা সূর্যের
তাপে মোবাইল ফোন শুকানোর
চেষ্টা করবেন না। এতে ক্ষতিগ্রস্ত
হতে পারে, অনেক ক্ষেত্রে ফোন
সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
ভিজে যাওয়া মোবাইল
থেকে পানি ঝরাতে অনেকেই ফোন
জোরে ঝাঁকি দিয়ে থাকেন। এমনটিও
করা উচিত নয়।
তবে মৃদুভাবে ঝাঁকালে কোনো ক্ষতির
সম্ভবনা নেই।

০৩. অবশ্যই যা করবেন না

যদি দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পর
বৃষ্টি বা অন্য কোনো কারণে মোবাইল
ফোন ভিজে যায়, অথবা অন্য
যে কোনো কারণে যদি সার্ভিস
সেন্টারে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার
উপায় না থাকে, তবে শুকানোর পরও
মোবাইল চালু করবেন না।

০৪. সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হন

সময় সুযোগ মতো সার্ভিস
সেন্টারে গিয়ে নিশ্চিত হয়ে নিন
ফোনের অবস্থা।
সার্ভিস সেন্টারের
ক্ষেত্রে যে ব্র্যান্ডের ফোন
সেখানে নিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের
কাজ। যদিও খরচা একটু বেশিই
পড়বে সেখানে।

স্বল্পদামে ফোন ঠিক করতে সাধারণ
সার্ভিস সেন্টারের সেবাও নিতে পারে।
বাড়ির আশপাশের মোবাইলের
দোকানগুলোতেই পাবেন এ সেবা।

তবে মোবাইল সার্ভিস করানোর
আগে সেখানের কাজের মান,
দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই
জরুরি।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates