Home About-us Privacy Policy Contact-us Services

ওয়েবসাইটে যে ১০টি বিষয় অবশ্যই যুক্ত করতে হবে

ad+1

যারা ওয়েব ডিজাইন করেন
তারা সবাই জানেন ডিজাইন
পরবর্তী কন্টেন্ট প্লেসমেন্ট এর
বিষয়টি বেশ ঝামেলার।
ওয়েবসাইটের কিছু কিছু বিষয়
সংযুক্তির ব্যপারে আপনাকে অবশই
খেয়াল রাখতে হবে।
এগুলো ছাড়া আপনার ডিজাইনকৃত
ওয়েবসাইটটি থাকবে অসম্পূর্ন।
তাই নিজের হোক
অথবা ক্লায়েন্টের, আপনার
ডিজাইন করা যেকোন
ওয়েবসাইটে নিচের ১০টি বিষয়
যোগ করতে ভুলবেন না।
১। লোগো: দায়সারা গোছের কোন
ক্লিপআর্ট বা টেক্সট নয়,
কোম্পানীর ধরন
অনুযায়ী একটি সুন্দর ও
প্রোফেশনাল লোগো ওয়েবসাইটের
হেডারে যুক্ত করা উচিৎ।
২। ট্যাগলাইন: একটি ছোট,
ক্যাচি ট্যাগলাইন যোগ
করা উচিৎ যেন ভিসিটর সহজেই
বুঝতে পারে আপনি ওয়েবসাইটে/
ব্যাবসায় কি অফার করছেন
৩। ওয়ার্ক/প্রোডাক্ট স্যাম্পল
বা পোর্টফোলিও: মনে রাখবেন
ক্লায়েন্ট সব সময় কিছু কেনার
আগে বিক্রেতার আগের করা কাজ
বা স্যাম্পল দেখতে চায়। তাই
আপনার আগের করা কিছু কাজের/
প্রোডাক্টের স্যাম্পল
একটি পোর্টফোলিও পেজ যুক্ত
করা মাস্ট।
৪। সার্ভিস পেজ:
আপনি কি সার্ভিস দিচ্ছেন
তা ওয়েবসাইটে স্পেসিফিকলি ডিটেইলস
সহ উল্লেখ করবেন।
৫। অ্যাবাউট আস পেজ:
ওয়েবসাইটে অবশ্যই
একটি অ্যাবাউট আস পেজ যুক্ত
করবেন। এই পেগে আপনি আপনার
কোম্পানির মিশন, ব্যাকগ্রাউন্ড,
ভিশন সম্পর্কে কিছু তথ্য
দিতে পারেন।
৬। কন্ট্যাক্ট পেজ: আপনার
প্রটিষ্ঠানের ঠিকানা, ইমেইল,
ফোন নাম্বার সহ আপনার
সাথে যোগাযোগের সকল মাধ্যম
এই পেজে উল্লেখ করবেন। গুগল
ম্যাপ ইন্টেগ্রেশনের
মাধ্যমে আপনার অফিস লোকেশন
ম্যাপটিও দেখাতে পারেন।
একটি ওয়েব ফরমও সংযুক্ত
করতে পারেন যাতে করে সহজেই
ক্লায়েন্ট ম্যাসেজ পাঠতে পারে।
৭। টেসটিমোনিয়াল: মানুষ কোন
কিছু কেনার
আগে সবচেয়ে বেশি প্রভাবিত হয়
"ওয়ার্ড অফ মাউথ" এর দ্বারা।
আপনার প্রাক্তন কোন ক্লায়েন্টের
দেয়া ৩/৪টি টেসটিমোনিয়াল
যুক্ত করা তাই খুবই গুরুত্বপূর্ন।
৮/ সাইটম্যাপ: ওয়েবসাইটের
ফুটারে একটি সাইটম্যাপ যুক্ত
করা উচিৎ। এটি এসইও এর জন্যও
একটি ভালো প্র্যাকটিস।
৯। সোশ্যাল মিডিয়া লিংক:
আমরা বেশির ভাগ সময়েই ফেসবুক,
ইউটিউবে কাটাই। তাই আপনার
ওয়েবসাইটে ফেসবুক পেজের
লিংক, টুইটারের লিনক, ইউটিউব
চ্যানেলের লিংক
ই্ত্যাদি ওয়েবসাইটটিতে অবশই
যোগ করা উচিৎ।
এক্ষেত্রে বিভিন্ন্ প্লাগিন
ব্যবহার করতে পারেন। কন্টেন্ট
বেইসড সাইট হলে পোস্ট
শেয়ারে ফিচারটি যোগ
করা অত্যাবশ্যকীয়।
১০। সার্চ অপশন: ভিসিটরের হয়ত
কোন স্পেসিফিক ইনফোরমেশন
দরকার। সেক্ষেত্রে একটি সার্চ
প্যানেল খুবই
দরকারি একটি এলিমেন্ট
যা ওয়েবসাইটে যুক্ত করা উচিৎ।
আশা করি এখন থেকে এই
প্র্যাকটিস গুলো করবে। কষ্ট
করে পুরো টিউনটা পড়ার জন্য
আপনাকে ধন্যবাদ।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates