Home About-us Privacy Policy Contact-us Services

Must See আজ পবিত্র "শবে মেরাজ" এর রাত্র প্রতি যোগিতা মূলক ইবাদত করবেন তাদেরজন্য এই টিউন পড়া আবশ্যক

ad+1

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর
রহমতে ভাল আছেন। আজ শবে মেরাজ
আলীদের কে নিয়ে কিছু কথা লিখব
মনোযোগ
সহকারে পড়ুন অনেক লাভ হবে। আমরা
সবাই জানি আজ শবে মেরাজ তো আজ
মসজিদে লোক দেখানো ইবাদতকারীদের
আশা করি অভাব হবে না।
তারা সারা রাত
জেগে লোক দেখানো,
প্রতিযোগিতা মুলক,
খুশু-খুজু বিহীন এবং নিজকে অন্যের আগে
রাখার জন্য নামাজ পড়বে। তাদের
ব্যপারে
আসোলে কিচ্ছু বলার নেই। আরেকটা কথা
সারা রাত নামায পড়বে ঠিক আছে কিন্তু
ফযরের নামায ঘুমে কেটে যাবে, এর
দ্বারা কি
লাভ হবে আপনারাই বলুন-? যারা এরকম
করবেন তাদের সাবধান হয়ে যাওয়া উচিৎ
কেননা লোক দেখানো ইবাদত কারীর
শাস্তি
নিচের "হাদীসে কুদসির " দ্বারা স্পষ্ট
হয়।
নিম্নে হাদীসে কুদসিটি বর্ণনা করা হলোঃ-
•মাহমুদ ইবনু লাবিদ (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ (সাঃ) “আমি তোমাদের ওপর
যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ংকর
হচ্ছে শির্কে আসগর (ছোট শির্ক)।
তারা বললঃ হে আল্লাহর রাসূল
শির্কে আসগর কি?
তিনি বললেনঃ “রিয়া (লোক
দেখানো আমল),
আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন
তাদেরকে
(রিয়াকারীদের) বলবেন, যখন
মানুষকে তাদের
আমলের বিনিময় দেয়া হবে:
তোমরা তাদের
কাছে যাও
যাদেরকে তোমরা দুনিয়াতে দেখাতে,
দেখ তাদের কাছে কোন প্রতিদান পাও
কিনা”।
[আহমদ]
গ্রন্থঃ সহিহ হাদিসে কুদসি
প্রচ্ছদঃ শির্কের ভয়াবহতা
অধ্যায়ঃ ১/ বিবিধ
হাদিস নাম্বারঃ 7
বিঃ দ্রঃ আমাদের উক্ত হাদীস
থেকে শিক্ষা
নেয়া উচিৎ। কেমন লাগবে সেদিন, যেদিন
মহান স্রষ্ঠা এমন কথা বলবে সেদিন কি
আমারমত লোক দেখানো আমলকারীর
উপায় আছে-?

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates