Home About-us Privacy Policy Contact-us Services

Mobile এর Memory Card এবং ব্যাটারি ভাল রাখার কিছু টিপস

ad+1

মোবাইলের মেমোরি কার্ড
এবং ব্যাটারি ভাল রাখার ছোট্ট
কয়েকটি টিপস্.........

যা আপনারও
কাজে লাগতে পারে.............

মেমোরি কার্ড ভাল রাখার
টিপসগুলো হলঃ

১) আপনার মোবাইলে যতটুকু
পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট
করে তার অর্ধেক পরিমাণ
মেমোরি কার্ড আপনার
মোবাইলে ব্যাবহার করুন। আর
তাতে আরও অর্ধেক পরিমাণ
ডাটা রাখুন।
যেমনঃ যদি আপনার মোবাইল ৪
জিবি মেমোরি কার্ড সাপোর্ট
করে তাহলে ব্যাবহার করুন ২
জিবি আর তাতে ডাটা রাখুন ১
জিবি।
২) মেমোরি কার্ডকে কখনই পেন
ড্রাইভ হিসেবে ব্যাবহার করবেন
না।
৩) কার্ড রিডার এর
বদলে ডাটা ক্যাবল ব্যাবহার
করুন। কারন, কার্ড রিডার
ব্যাবহার করলে মেমোরি কার্ডের
ওপর বেশি চাপ পরে।
৪) মোবাইলে একটানা বেশি সময়
ধরে গান শোনা অথবা ভিডিও
দেখা উচিত নয়। কারন,
এতে মেমোরি কার্ড ও মোবাইলের
ব্যাটারি দুটির ওপরই বেশি চাপ
পড়ে।
৫) মেমোরি কার্ড ফরম্যাট করার
প্রয়োজন হলে কম্পিউটারের
বদলে মোবাইল দিয়ে ফরম্যাট
করুন।
মনে রাখবেন, মোবাইলের
মেমোরি কার্ড শুধুমাত্র
মোবাইলের জন্যই
তৈরি করা হয়েছে।
এটাকে কম্পিউটারে ব্যাবহার
না করাই ভালো।

ব্যাটারির যত্ন নেওয়ার টিপসঃ

১) এমন কোন জায়াগায় আপনার
মোবাইলটি রাখবেন
না যেখানে ব্যাটারিটি বারবার
গরম হয়ে যায়।
২) কিপ্যাড টোন ও ভাইব্রেসন
বন্ধ রাখলে ব্যাটারির চার্জ
বেশি সময় থাকবে। তাই,
চেষ্টা করবেন কিপ্যাড টোন ও
ভাইব্রেসন বন্ধ রাখতে।
৩) ব্যাটারিতে কোন কিছু
দিয়ে আঘাত
করা বা পানিতে পড়ে যাওয়া থেকে সতর্ক
থাকবেন।
৪) অনেকেই মোবাইল এ গেম
খেলতে পছন্দ করেন। তবে, গেম
খেললে মোবাইল এর চার্জ
তারা তারি শেষ হয় ও
ব্যাটারির লাইফটাইম কমে যায়।
৫) মোবাইল সেটের ডিসপ্লে এর
ব্রাইটনেস(উজ্জ্বলটা)
কমিয়ে রাখা উচিত। কিন্তু, এত
কমাবেন না যাতে চোখের
ক্ষতি করে।
৬) মোবাইলে কোন অপ্রয়োজনীয়ও
প্রোগ্রাম চালু
থাকে খুঁজে খুঁজে সেটা বন্ধ
করে দিন।
৭) মোবাইল এ অযথা ব্লুটুথ,
জিপিএস ইত্যাদি অপশন চালু
রাখবেন না।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates