Home About-us Privacy Policy Contact-us Services

Gmail এর ১০০ কোটি ব্যবহারকারী এবং সাথে জেনে নিন Gmail দ্রুত লোড করবেন কীভাবে?

ad+1

Gmail এর Android অ্যাপ ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি বার ইন্সটল হয়েছে।

এই ১০০ কোটি ব্যবহারের কথা গুগল তাদের Google+ পেজে জানায়।
এদিকে Gmail কিছুদিন আগে ১০ বছরপূর্তি পালন করে।

Gmail টিপস

জেনে নিন Gmail দ্রুত লোড করবেন কীভাবে?

মাঝে মাঝে Gmail এর মূল পেজ লোড হতে বেশি সময় লাগে।
এই সমস্যা সমাধান করতে Gmail এর বেসিক মোডে ওপেন করতে পারেন। এজন্য URL এর  শেষে  ‘/?ui=html’  যোগ করে দিলেই সরাসরি চলে যেতে পারবেন বেসিক মোডে।
ফলে জাভা স্ক্রিপ্ট ছাড়াই লোড হবে আপনার Gmail অ্যাকাউন্টটি।
অথবা,

Gmail অ্যাকাউন্টটি যখন লগইন করবেন Load Basic HTML এ ক্লিক করুন।
নিচের ছবির মতো-

তবে বেসিক মোড ব্যবহারের সমস্যা হল এতে জিমেইলের আধুনিক অনেক ফিচারই ব্যবহারের সুযোগ থাকবে না। তবে ইনবক্সের মেইলগুলো খুব দ্রুত দেখা যাবে।
দ্রুত কাজ সারার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates