Home About-us Privacy Policy Contact-us Services

Computer And pen Drive থেকে সহজে শর্টকাট ভাইরাস (Shortcut Virus) ডিলিট করার পদ্ধতি। (ভিডিও টিউটরিয়াল সহ)

ad+1

কেমন আছেন সবাই? আজকে খুবই
একটা জনপ্রিয় ঝামেলার
বিষয়ে লিখছি। শর্টকাট ভাইরাস
অনেকের জীবনে দুর্যোগ
নিয়ে আসছে। কোন কিছুই পেন
ড্রাইভে বা মেমরিতে নেওয়া যায়
না। নিলে শুধু শর্টকাট ফাইল
যায়। আমিতো দেখি গাধার
মতো শর্টকাট ভাইরাসের
বর্ণনা দেওয়া শুরু করসি, এই
মালটাকে চেনে না এমন কেউ
আছে নাকি!
যে পদ্ধতিটা আমি দেখাবো এই
পদ্ধতি নিয়ে আগে এবার
টেকটিউন্সে পোস্ট হয়েছে, তাই
কারো জ্ঞানী উক্তি শুনার
আগে বলে দিচ্ছি যে আমি একটু
সহজ
করে দেখাবো এবং সাথে ভিডিও
টিউটরিয়াল থাকবে। কেউ আমার
বইলেন না যে এই পোস্ট আগেই
হয়ে গেছে।
ভিডিও টিউটরিয়ালঃ

ইউটিউব লিঙ্ক

যদি ভিডিও দেখতে না পারেন
তাহলে এই পোস্টটি
দেখুন।
সহজে শর্টকাট রিমুভ করার জন্য
একটা ফাইল ডিলিট করতে হবে,
সেটা হল
C:\Windows
\system32\wscript.exe
এই ফাইলটা ডিলিট
করতে দেবে না আপনাকে, আগের
পোস্টে ইউজারদের কন্ট্রোল
বদলে কিভাবে ডিলিট করতে হয়
সেটা বলেছে কিন্তু Unlocker
নামের
সফটওয়্যারটা দিয়ে সহজেই
ডিলিট করা যায়। সফটওয়্যারটির
সাইজ মাত্র ১ এমবি।

Unlocker ডাউনলোড লিঙ্ক

আর পেন ড্রাইভ থেকে শর্টকাট
রিমুভ করতে চাইলে নিচের
কম্যান্ড টুকু CMD তে রান করান।
attrib -h -r -s /s /d g:\*.*
এখান থেকে "g" এর জায়গায়
আপনার পেনড্রাইভের ড্রাইভ
লেটার দেবেন। কাজ হওয়ার পর
কোন মেসেজ দেবে না শুধু
আরেকটা নতুন কম্যান্ড লাইন
ওপেন হবে। তারপর আপনার পেন
ড্রাইভে গিয়ে দেখবেন আপনার
ফাইল গুলো ঠিক হয়ে গেছে। সব
গুলো ফাইল কপি করে পেন ড্রাইভ
ফরমেট করুন।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates