এই টিউনটি মূলত নতুন ইউজারদের জন্য যারা নিজের Android ডিভাইস এখনো Root করেন নি কিন্তু করতে চান। সহজ এবং নিরাপদ কোন প্রসেস খুজঁছেন তারা চাইলে এই প্রসেস দুটি ফলো করতে পারেন।
( টেকটিউনসে এই টিউনটি আগে করা হয়েছে কিনা আমার জানা নেই। যদি করা হয়ে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুখিঃত। )
প্রসেসঃ ১
* এখান থেকে Farmroot apk ডাউনলোড করুন। http://hexamob.com/how-to-root/framaroot-method/
* ইন্সটল করুন।
* select an action to excute after root এর অপশন থেকে install supersu বা install superuser সিলেক্ট করুন।
* select an exploit থেকে Bromir, Faramir, Barahir যেকোন একটি সিলেক্ট করুন।
* একটু অপেক্ষা করুন।
* Root process শেষ হলে ফোন রিবুট করুন।
* দেখুন আপনার Apps Dwarer এ supersu বা superuser apps show করছে।
* Apps টি ওপেন করুন।এবং normal su bainary ইন্সটল করুন (যদি চায়)
এই প্রসেস এ কাজ না হলেঃ
প্রসেসঃ ২
* এখান থেকে Root Master apk ডাউনলোড করুন। http://upfile.mobi/319691
* ইন্সটল করুন।
* Apps টি ওপেন করুন।
* Mouli Root সিলেক্ট করুন।
* লোডিং হবে।
* Root সিলেক্ট করুন।
* লোডিং হবে।
* Batal সিলেক্ট করুন।
* Apps dwarer এ Periznian rumah নামে একটি apps পাবেন। এটি ওপেন করে normal su bainary install করুন। ( যদি চায় ) এটাই আপনার super user বা super su. Periznian rumah মূলত একটি চাইনিজ supersu এটার ক্ষেত্রে root access grant বা allow করতে root permission pop up er ডান পাশের Periznian বাটনটি সিলেক্ট করতে হয়। আপনি চাইলে Root master দিয়ে root করার পর Periznian rumah বাদ দিয়ে সাধারণ supersu বা super user ব্যাবহার করতে পারেন। কিভাবে Periznian বাদ দিয়ে Supersu বা super user ব্যাবহার করবেন তা নিয়ে অন্য একদিন লিখব।
Root প্রসেস শেষ করার পর আপনার ডিভাইস সঠিক ভাবে Root হয়েছে কিনা তা এই root validator দিয়ে চেক করুন। http://www.downloads.ws/android/app/eu-thedarken-rootvalidator
আপনার ডিভাইসে Busy box install করা না থাকলে Root Validator শেষের দুটি মেনু লাল দেখাবে। এমনটি হলে নিচের পদ্দতিতে Busy Box Pro install করে নিন।
* এখান থেকে Busy box pro 11 apk টি ডাউনলোড করুন। http://www.apk4share.net/201402-3698/busybox-pro-11
* apk টি ইন্সটল করুন।
* Internet Data কানেকশন অন করুন।
* Busy box pro অ্যাপ্সটি Open করুন এবং Root Permission দিন।
* স্কিনে আসা pop up টি close করুন।
* busy box not install লেখা দেখতে পাবেন।
* busy box rady অপশনে 0.0 পার্সেন্ট Show করবে 100.00 হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
* busy box is rady to install লেখা আসার পর নিচ থেকে install বাটন সিলেক্ট করুন।
* লোডিং হবে।
* ফোনটা Reboot নিবে।
ব্যাস আপনার Android ফোনটি এখন Rooted with Busy box pro.
Android ডিভাইস এবং Application সম্পর্কে আরো জানতেঃ https://m.facebook.com/xplanet.bd?_rdr