Home About-us Privacy Policy Contact-us Services

Vairus এর কারনে hidden হওয়া ফাইল উদ্ধার করুন !!

ad+1

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল
অনেক সময় ভাইরাসের কারনে হিডেন
হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার
দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল
করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের
কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে।
আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল
সেভাবেই আছে শুধু ভাইরাসের
কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও
এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল
তৈরী হয়, এগুলোকে ডিলিট
করে দিতে হবে।
এরকম সমস্যা হলে প্রথমে run এ
গিয়ে cmd লিখে enter চাপুন। এবার
আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড
যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: ,
J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড
লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান
হয়ে যাবে এতেই।
এই কমান্ড গুলোর অর্থ হচ্ছে …..
এখানে attrib মানে attribute এর
সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates