Home About-us Privacy Policy Contact-us Services

ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role এবং তাদের কাজ

ad+1

ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেনhttp://wordpress.org/ ৫ ধরণের User Role থাকে। Administrator, Editor, Author, Contributor এবং Subscriber. যদিও আপনি ইচ্ছা করলে নতুন ধরণের User Role তৈরি করতে পারবেন।
এই ৫ ধরণের ব্যবহারকারীর প্রত্যেকের কাজের পরিধি, ক্ষমতা এবং সীমাবদ্ধতা আলাদা। ক্ষমতার ক্রমানুসারে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role-এর তালিকাটা এরকমঃ

Subscriber:

এই ধরণের ব্যবহারকারীরা কার্যত কিছু করতে পারে না। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার মাধ্যমে তারা সেই সাইটের সদস্য হয় বটে, কোনো ধরণের পোস্ট করতে পারে না। এমন যদি হয় যে, আপনি আপনার সাইটে রেজিস্টার্ড ইউজার ছাড়া মন্তব্য করতে দিবেন না; কিন্তু আপনি চান না যে তারা পোস্ট করুক, সেক্ষেত্রে এই রোল ব্যবহার করতে পারেন।
  • এরা মন্তব্য করতে পারবে।
  • নিজের প্রোফাইল হালনাগাদ/আপডেট করতে পারবে।

Contributor:

এই ধরণের ইউজাররা পোস্ট করতে পারবে। কিন্তু তাদের পোস্ট সরাসরি প্রকাশিত (Published) হবে না।
  • এরা মন্তব্য করতে পারবে।
  • নিজের প্রোফাইল আপডেট করতে পারবে।
  • পোস্ট করতে পারবে। পোস্ট সরাসরি Publish হবে না, Pending থাকবে। Publish হওয়ার আগ পর্যন্ত লেখা Edit বা Delete করতে পারবে; কিন্তু Publish হলে আর Edit বা Delete করতে পারবে না। ছবির সাথে Media (ছবি বা অন্যান্য ফাইল) যোগ করতে পারবে না।
  • নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে পারবে।

Author:

এরা পোস্ট করতে পারবে এবং পোস্ট সরাসরি পাবলিশ হবে। ব্লগগুলোতে সাধারণত এই রোল ব্যবহার করা হয়।
  • মন্তব্য করতে পারবে।
  • নিজের প্রোফাইল হালনাগাদ করতে পারবে।
  • পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media যোগ করতে পারবে।
  • নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে পারবে। নিজের পোস্টের মন্তব্য Delete, Edit, Unapprove করতে পারবে।

Editor:

এরা মূলত Moderation জাতীয় কাজ করে থাকে।
  • মন্তব্য করতে পারবে।
  • নিজের প্রোফাইল হালনাগাদ করতে পারবে।
  • পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media যোগ করতে পারবে।
  • অন্যের লেখা ডিলিট, এডিট ইত্যাদি করতে পারবে। Contributor লেভেলের কারঅ পোস্ট Pending থাকলে সেটা পাবলিশ করতে পারবে।
  • Page তৈরি করতে পারবে। নিজের কিংবা অন্যের Page ডিলিট, এডিট ইত্যাদি করতে পারবে।
  • পোস্টের ক্যাটাগরি ডিলিট কিংবা নতুন ক্যাটাগরি যোগ করতে পারবে।

Administrator:

এরা সব করতে পারবে। Editor লেভেলের সব কিছুর পাশাপাশি থীম পরিবর্তন করা, নতুন থীম যোগ করা বা ডিলিট করা, প্লাগিন Activate, Deactivate বা Delete করা ইত্যাদি কাজ করতে পারবে। এছাড়াও Widget, Menu ইত্যাদি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন রকমের সেটিং, এমনকি সাইটের কন্টেন্ট (পোস্ট, পেইজ, ইউজার ইত্যাদি) Export, Import করাও Administrator-এর কাজ।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates