WhatsApp মাত্র কয়েকটি Nokia
Java
ফোনে সাপোর্ট করে । যার
কারনে এই মজার Apps টি সবাই
ব্যাবহার করতে পারিনা ।
তাছড়া Grameenphone ও
Banglalink এ এই
WhatsApp ফ্রিতে ব্যাবহার করা যায়
।
WhatsApp এর সুবিধা
এই Appটিতে আছে অসাধারন
চ্যাটিং ব্যাবস্থা ।
আপনি ইচ্ছা করলে রেকর্ড
করে বা ছবি তুলে এমনকি ভিডিও
করেও সেন্ড করতে পারবেন ।
যেসব Nokia Java ফোনে সাপোর্ট
করে সেসব মোবাইলের
মডেলগুলো হল
Nokia C3-00, Nokia C3-01,
Nokia X2-01,
Nokia X3-02, Nokia X2-00
Nokia Asha: 201, 205, 206
Single Sim, 208,
210, 300, 301, 302, 303, 305,
306, 308, 309,
310, 311, 515, 500, 501, 502,
503, 230
আমরা X2-02, X2-05, C2-05,
C2-03 এর
মতো মোবাইল ব্যাবহার
করি বলে কি WhatsApp ব্যাবহার
করতে পারবনা ? কেন পারবনা ?
অবশ্যই পারব । এজন্য একটু কষ্ট
করতে হবে । কথায় আছে কষ্ট
করলে কেষ্ট মিলে । এবার
বলি কি করতে হবে । শুনুন তাহলে ।
প্রথমে এখান থেকে WhatsApp
টি ডাওনলোড করুন এটি Signed ফাইল
এটি ডাওনলোড
করতে আপনার প্রায় 1.5MB খরচ
হতে পারে । Download Compleate
হয়ে গেলে WhatsApp টি অপেন করুন
অপেন করলে এরকম
একটি লিখা দেখতে পারবেন ।
This copy of WhatsApp has
expired. Please
click upgrade to start the
process
বিচলিত হবার কোন কারন নাই ।
এবার শুধু OK বাটনে চাপুন দেখবেন
আবার ডাওনলোড শুরু হবে ।
এটা ডাওনলোড হলেই
ঝামেলা শেষ । যেটা ডাওনলোড
হবে সেটা অপেন করে উপভোগ করুন
WhatsApp । আর নিজেই বুঝে নিন এর
মজা ।
যেসব ফোনে একদম চলবেনা
আপনার ফোনের স্ক্রিন যদি ছোট হয়
অর্থাৎ স্ক্রিনের আকার যদি 240X320
অথবা 320X240 এর ছোট হয় (যেমন
Nokia
C1-01, Nokia 3110, Nokia 110)
তবে চেষ্টা বিফলে যাবে ।
এই APP টি ফ্রি ব্যাবহার করার
নিয়ম
আপনি বাংলালিঙ্ক User হলে P
লিখে SMS করুন 9999 নাম্বারে । আর
গ্রামীনফোন User হলে B লিখে SMS
করুন 4444 নাম্বারে । আর ব্যাবহার
করুন আনলিমিটেড ফ্রি WhatsApp ।
WhatsApp ব্যাবহারের নিয়ম
এই APPটির কাজ পুরাপুরি মোবাইল
নাম্বারের মাধ্যমে । আপনার কোন
বন্ধু এই APP ব্যাবহার
করলে সে যে নাম্বার
দিয়ে WhatsApp এ একাওন্ট
খুলেছে সেই নাম্বারটি আপনার
মোবাইলে সেইভ করে রাখুন
তাহলেই তার
সাথা আরামসে ফ্রি চ্যাট
করতে পারবেন ।
আজ আর নয় । মোবাইল দিয়ে এই
পোষ্ট
লিখতে লিখতে হাত
ব্যাথা হয়ে গেছে । আর ভুল
হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
এখন থেকে প্রায় সকল Nokia Java ফোনে WhatsApp চালান । আর বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন সর্বক্ষন