Home About-us Privacy Policy Contact-us Services

Computer শিক্ষা সাজেশন এইচএসসি ২০১৪

ad+1

কম্পিউটার শিক্ষা ১ম পত্র
১। কম্পিউটারের কাজ, বৈশিষ্ট্য,
ল্যাপটপের সুবিধা-অসুবিধা লিখ,
কম্পিউটার প্রজন্ম কি? বিভিন্ন
পজন্মের বৈশিষ্ট্য/সুবিধা-
অসুবিধা লিখ।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি?
একিভূতিকরন, ভিডিও
কনফারেন্সিং, EFT, ই-মেইল
সম্পর্কে লিখ।
৩। OS এর সংগঠন/
কার্যাবলী লিখ।
মাল্টিপ্রোগ্রামিং ও
মাল্টিপ্রসেসিং সম্পর্কে লিখ।
৪। মৌলিক গেইট, সার্বজনীন
গেইট ও RS
ফ্লিপফ্লপে সম্পর্কে আলোচনা কর।
৫। RAM ও ROM, সিক্স ও রিক্স,
ধাক্কা ও অধাক্কা, CMR ও OCR ও
স্ক্যানার প্রভৃতির পার্থক্য।
প্রধান মেমরী (অর্ধ
পরিবাহী মেমরী) পার্থক্য
আলোচনা। HD ও CD ROM এর গঠন
বৈশিষ্ট্য কন্ট্রোল ইউনিটের
কাজ।
৬। অফিস অটোমেশনের সুবিধা-
অসুবিধা/পার্থক্য লিখ।
৭। ফন্টের গঠনের প্রকারভেদ
লিখ। ডাটা সংরক্ষণ করি কেন?
৮। স্প্রেডসীটের বৈশিষ্ট্য,
ব্যবহার, পার্থক্য, ফর্মুলা ও
ফাংশনের পার্থক্য। IF ফাংশনের
গঠন উদাহরন ব্যবহার লিখ।
ম্যাক্র সম্পের্কে আলোচনা।
৯। ভাইরাস কি, আক্রান্ত হওয়ার
লক্ষণ ও প্রতিকার, বিভিন্ন
প্রকার পোর্টের আলোচনা।
গুরুত্বপূর্ন বিষয়: কম্পিউটার
প্রজন্ম, EFI, OS এর সংগঠন/
কার্যাবলী, মৌলিক ও সার্বজনীন
গেইট, RAM ও ROM, সিক্স ও
রিক্স, অফিস অটোমেশনের
সুবিধা-অসুবিধা, ফন্ট, IF ফাংশন
ও ম্যাক্র, ভাইরাস।
কম্পিউটার শিক্ষা ২য় পত্র
১। ডেটা ও ইনফরমেশন পার্থক্য,
ম্যানুয়াল ও কম্পিউটার
ডেটা প্রসেসিং এর তুলনা/
সুবিধা-অসুবিধা।
ডেটা কোডিং এর পদ্ধাতি/কৌশল/
শ্রেণীবিভাগ, উদ্দেশ্য/সুবিধা,
নীতিমালা লিখ। সিস্টেম উন্নয়ন
চক্রের ধাপ সমূহ আলোচনা কর।
সটিং সাচিং কি? সার্চিং এর
প্রয়োজনীয়তা, বাবল সর্ট এর
এ্যানগরিদম লিখ।
২। ডেটার হায়ারার সংগঠন,
কীফিল্ড (প্রাইমারী, ফরেন),
DDL, DML, ওয়েব এনাবেল্ড
ডেটাবেজ সম্পের্কে লিখ। DBMS
ও DBA এর কার্যাবলী লিখ।
ডেটা সিকিউরিটি ও
ডেটা এরক্সিপশন সম্পর্কে লিখ।
৩। ডেটাবেজের রিলেশন কি,
শর্ত, বিভিন্ন প্রকার রিলেশন
সম্পের্কে লিখ। রিপোর্ট কি?
একটি ফরমেটেডের রিপোটের
বিভিন্ন অংশের সচিত্র
আলোচনা কর। ফর্মে ব্যবহৃত
কন্ট্রোল গুলির নাম ও ব্যবহার
লিখ।
৪। ডেটা কমিউনিকেশন কি,
উপাদান, মডেম সম্পের্কে লিখ।
ডেটা ট্রান্সমিশন পদ্ধতির
সুবিধা-অসুবিধা, আলোচনা,
পার্থক্য ও কম্পিউটার নেটওয়ার্ক
টপোলজি সচিত্র আলোচনা কর। IP
Address, HTML, IRC
সম্পর্কে লিখ।
৫। ইনফরমেশন সিস্টেমের
সুবিধা-অসুবিধা ও ই-কমার্সের
সুবিধা অসুবিধা লিখ।
৬। মোবাইল ফোন/সেলুলার ফোন এর
বিভিন্ন প্রজন্মের আলোচনা/
বৈশিষ্ট্য লিখ। CDMA ও WiFi এর
সুবিধা-অসুবিধা লিখ।
৭। মাল্টিমিডিয়া কি? ব্যবহার,
গ্রাফিক্স, ডিজিটাল টেক্স
সম্পর্কে লিখ। CD ROM এর গঠন
বৈশিষ্ট্য,
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন
সফটওয়্যার তৈরীর ধাপ।
৮। প্রোগ্রামের ভাষায় (নিম্ন/
উচ্চ/4GL) বৈশিষ্ট্য/সুবিধা-
অসুবিধা লিখ। সুডোকোড,
এ্যালগরিদম, ফ্লোচার্ট
এবং একটি আদর্শ প্রোগ্রামের
গুনাবলী লিখ।
C প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য,
ডেটার ধরন/টাইপ লিখ।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্নয়ের
প্রোগ্রাম এবং ধারা যোগের
প্রোগ্রাম।
গুরুত্বপূর্ণ বিষয়: ডেটা ও
ইনফরমেশন, ডেটাা কোডিং,
সিস্টেম উন্নয়ন চক্র, DBMS,
DBA,
কীফিল্ড, রিলেশন, রিপোর্ট,
মডেম, ট্রান্সমিশন পদ্ধতি,
টপোলজি, ইনফরমেশন সিস্টেম,
মোবাইল প্রজন্ম, গ্রাফিক্স,
প্রোগ্রামের ভাষা, ডেটার ধরণ।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates