Home About-us Privacy Policy Contact-us Services

এখন গান শুনিয়ে জেনে নিন অজানা গানের নামসহ বিস্তারিত (এন্ড্রয়েড)

ad+1

এতদিন শুধু টেকটিউন
হতে নিয়ে গেলাম, দিলাম কিছু না।
তাই আজকে সবাইকে একটু জানানোর
ক্ষুদ্র প্রচেস্টা করলাম।
আমরা অনেক সময়ই ইংরেজি বা অন্য
কোন ভাষার গান শুনি কিন্তু
বুঝি না গানের নাম বা লাইনগুলি।
তখন গুগল হতেও খুজে পেতে কষ্ট হয়
বা খুজে পাই না। তাতে কি? আমাদের
এন্ড্রয়েড মামু আসে না?
এখনতো প্রায় সবাই এন্ড্রয়েড ফোন
ইউস করি। এন্ড্রয়েড আমাদের জন্য
দিয়েছে একটি এপ্লিকেসন
যা দিয়ে এই কাজটি খুব
সহজে করতে পারি।
তোহ দেরি কেন? নিচ
থেকে প্রথমে এপ্লিকেশনটি ডাওনলোড
করে নিন......ওহ এপটির নাম
SHAZAM
http://
dl.giveawaycrew.com/48/9a/25/
com.shazam.android-
APK4Fun.com.apk

http://
www71.zippyshare.com/
v/89790715/file.html

http://depositfiles.com/files/
vbx5c8rgj

https://play.google.com/
store/apps/details?
id=com.shazam.android

ডাউলোডের পর ইন্সটল করুন।
অবশ্যই নেট কানেকশন চালু রাখবেন।
তারপর লগিন ও ফেইসবুক লগিন
চাবে। আপনি চাইলে লগিন করতেও
পারেন বা স্কিপও করতে পারেন।
তারপর এপটি ওপেন হবে। তারপর
যে গানটি সাযাম(এপ নেম)
কে শুনাতে চান
তা কম্পিউটারে রেডি রাখেন।
আপনি চাইলে মোবাইলএও
গানটি প্লে করতে পারেন। প্লে করার
সাথে সাথে " S " আইকনটিতে টাচ করুন
। দেখবেন লিসেনিং লেখা উঠবে ।
এইবার দেখেন এপের কেরামতি।
রেজাল্টে দেখুন আপনার পছন্দের
গানটির নাম, এ্যালবাম, আর্টিস্ট,
রিলিজ সাল ও তারিখ। তারপর আর
কি?? DOWNLOAD!!
বি.দ্র. এই পদ্ধতিতে ডিজে গান
থেকে ইংরেজি গান বা অন্য কোন গান
খুজতে হলে শুধু ওই গানটির ওই
অংশটিই শুনাবেন।
জানিনা এই বিষয়ে আগে কোন টিউন
হয়েছে কিনা। হলে মাফ করে দিবেন।
আরেকটি কথা কমেন্ট আপনার নিজের
বিষয়। চাইলে করবেন নয়তো করবেন
না।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates