Home About-us Privacy Policy Contact-us Services

BANGLALINK ইন্টারনেট প্রসারে নতুন ছক করছে ।

ad+1

ইন্টারনেটের ব্যবহার
বাড়াতে বছরওয়ারি বিশেষ
প্রচারণা কর্মসূচি নিয়ে নামছে দ্বিতীয়
গ্রাহক সেরা অপারেটর
বাংলালিংক। খুব তাড়াতাড়ি এ
আয়োজন শুরু হবে বলে জানিয়েছেন
অপারেটরটির এক শীর্ষ
কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, খুব দ্রুত
গ্রাহকরা এটি দেখতে পাবেন।
কর্মসূচি চূড়ান্ত করার কাজ
চলছে। প্রচার প্রচারণাসহ
গ্রাহকদের আরও আকৃষ্ট করতে কম
দামের ইন্টারনেট ব্যবহার
উপযোগী হ্যান্ডসেটও
বাজারে ছাড়বে বাংলালিংক।
ইতিমধ্যে এ বিষয়ে একটি বিশেষ
স্লোগানও ঠিক
করা হয়েছে বলে জানা গেছে।
প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন
গণমাধ্যমে বিশেষায়িত
বিজ্ঞাপন, স্কুল-কলেজের সামনের
ডেমোনেস্ট্রেশন, রোড
শো এবং সামাজিক দায়িত্বের
অংশ হিসেবে আরও বেশ কিছু কাজ
করা হবে বলে জানিয়েছে সূত্র।
এর বাইরে সাংবাদিক
এবং সমাজের বিভিন্ন পর্যায়ের
ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সহ
আরও নানা কার্যক্রম অন্তর্ভূক্ত
করা হয়েছে।
তরুণদের সঙ্গে ইন্টারনেট
নিয়ে নানা অংশগ্রহনমূলক কাজ
করা হবে বলেও জানিয়েছেন
অপারেটরটির আরেক কর্মকর্তা।
ইতিমধ্যে দেশ সেরা অপারেটর
গ্রামীণফোন ‘ইন্টারনেট ফর অল’
স্লোগান নিয়ে এ ধরনের
কর্মসূচি শুরু করেছে।
অপারেটরটি দেশের ২১ হাজার
স্কুলকে ২১ লাখ ঘন্টা ইন্টারনেট
দেওয়াসহ বছরব্যাপী ইন্টারনেট
বিস্তারের জন্য কাজ করছে।
ইন্টারনেটর
প্রসারে গ্রামীণফোন স্বল্প
মূল্যে (৩ হাজার ৯০০ টাকা)
থ্রিজি অ্যানাবেল হ্যান্ডসেটও
বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।
সূত্র জানিয়েছে, একই রকম উদ্যোগ
নিয়েছে বাংলালিংকও। এ
অপারেটরও ৫০ ডলারের কম
মূল্যে গ্রাহকদের জন্য হ্যান্ডসেট
বাজারে ছাড়ার উদ্যোগ
নিয়েছে বলে জানা গেছে।গ্রাহক
সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়
অবস্থানে থাকলেও
অপারেটরটি আর্থিকভাবে তৃতীয়
অবস্থানে থাকা অপারেটরটির
বর্তমান গ্রাহক ২ কোটি ৯৪
লাখ। থ্রিজির পাশাপাশি টুজির
ইন্টারনেট নিয়েও কাজ
করা হবে বলে জানিয়েছেন
বাংলালিংকের বিপণন বিভাগের
অপর এক কর্মকর্তা।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates