Home About-us Privacy Policy Contact-us Services

বৈজ্ঞানিক আবিষ্কার নয়, কোরআনিক বর্ণনা!!!!

ad+1

আল্লাহ তাআলার পবিত্র
বাণী আল-কুরআন- মহাবিশ্বের সমগ্র
সৃষ্টির প্রমাণগ্রন্থ হল আল-কুরআন। সমগ্র
সৃষ্টির উবংরমহ বিশ্ব সৃষ্টির বহু
পূর্বে পবিত্র কোরআন শরীফে সুপ্ত
অবস্থায় ছিল। পরবর্তীতে আল্লাহ
ইচ্ছায় কুন আদেশ অনুযায়ী ধূম্র
মন্ডলী বা গ্যাসীয় পদার্থ হতে ৬
দিনে মহাবিশ্বের সমগ্র সৃষ্টি ক্রমশ
প্রকাশ
পেতে চলেছে এবং কিয়ামাত পূর্ব
পর্যন্ত তা সম্প্রসারণ হতে থাকবে।

বিজ্ঞানময় কোরআনের সৃষ্টির এসব
তত্ত্ব ও
তথ্যাদি জানতে হলে পবিত্র
কোরআন শরীফ নিবিড়ভাবে অধ্যয়ন
ও উচ্চতর গবেষণা আর আল্লাহ প্রদত্ত
জ্ঞানে জ্ঞানবান হওয়া আবশ্যক।

১ – বিজ্ঞান কিছুদিন
আগে জেনেছে চাঁদের নিজস্ব
কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১
নং আয়াতে কুরআনে এই
কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর
আগে।

২ – বিজ্ঞান মাত্র দুশো বছর
আগে জেনেছে চন্দ্র এবং সূর্য কক্ষ
পথে ভেসে চলে...
সূরা আম্বিয়া ৩৩
নং আয়াতে কুরআনে এই
কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর
আগে।

৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪
নং আয়াতে ১৪০০ বছর আগেই
জানানো হয়েছে; মানুষের
আঙ্গুলের ছাপ
দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত
করা সম্ভব। যা আজ প্রমাণিত।

৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার
হয় মাত্র চল্লিশ বছর আগে।

সূরা আম্বিয়া ৩০
নং আয়াতে কুরআনে এই
কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর
আগে।

৫ – পানি চক্রের কথা বিজ্ঞান
জেনেছে বেশি দিন হয় নি...
সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই
কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।

৬ – বিজ্ঞান এই সেদিন
জেনেছে লবণাক্ত পানি ও
মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয়
না। সূরা ফুরকানের ২৫
নং আয়াতে কুরআন এই
কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।

৭ – ইসলাম আমাদেরকে ডান
দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত
করেছে; বিজ্ঞান এখন বলছে ডান
দিকে ফিরে ঘুমালে হার্ট সব
থেকে ভাল থাকে।

৮ – বিজ্ঞান এখন আমাদের
জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর
দেয়, এদের বাজার পদ্ধতি আছে।
কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮
নং আয়াতে এই
বিষয়ে ধারণা দেয়।

৯ – ইসলাম মদ পানকে হারাম
করেছে , চিকিৎসা বিজ্ঞান
বলছে মদ পান লিভারের জন্য
ক্ষতিকর।

১০ – ইসলাম শুকরের
মাংসকে হারাম করেছে।
বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস
লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।

১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ
উৎপাদন এর ব্যাপারে আমাদের
চিকিৎসা বিজ্ঞান
জেনেছে মাত্র কয়েক বছর আগে।
সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন
এই বিষয়ে বর্ণনা করে গেছে

১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব
সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই
কদিন আগে। সূরা আলাকে কুরআন এই
বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর
আগে।

১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ
জেনেছে পুরুষই ( শিশু
ছেলে হবে কিনা মেয়ে হবে)
তা নির্ধারণ করে। ভাবা জায়...
কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর
আগে। ( সূরা নজমের ৪৫, ৪৬
নং আয়াত, সূরা কিয়ামাহ’র ৩৭- ৩৯
নং আয়াত)

১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন
সে আগে কানে শোনার
যোগ্যতা পায় তারপর পায়
চোখে দেখার। ভাবা যায়? ১৪০০
বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের
বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন
বিস্তর আলোচনা করে। যা আজ
প্রমাণিত ! ( সূরা সাজদাহ আয়াত
নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত
নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময়
মানুষ মনে করত পৃথিবী লম্বাটে,
কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা ,
সমান্তরাল... কোরআন ১৪০০ বছর
আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট
পাখির ডিমের মত গোলাকার।

১৬ – পৃথিবীতে রাত এবং দিন
বাড়া এবং কমার রহস্য মানুষ
জেনেছে দুশ বছর আগে।
সূরা লুকমানের ২৯
নং আয়াতে কুরআন এই
কথা জানিয়ে গেছে প্রায় দেড়
হাজার বছর আগে !!

আমাদের সমস্যা হল আমরা সব কিছুই
জানি... যারা নাস্তিক তারাও
জানে... পার্থক্য টা হল ' বোধ' ...
যেমন ধরুন একজন নেশাকর
জানে যে নেশা করলেই তার
জীবন নষ্ট হয়ে যাবে,
যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই
মানুষটি তাকে জন্ম দিয়েছে... সব
জেনে শুনেই আমরা সব
থেকে খারাপ কাজ গুলো করি...
ব্যাপারটা অজ্ঞানতার
না ব্যাপারটা ' বোধ' এর।

... আপনার এই বোধটা থাকতে হবে।
সব মানুষের ভেতরে দুটি মানুষ
থাকে।

মাঝে মাঝে একজন
মনে করিয়ে দেয়- নামাজ
পড়া জরুরী তখন আরেকজন বলে –আজ
না; কাল থেকে শুরু করব।

একজন সিদ্ধান্ত নেয়- আর মদ খাব
না। সাথে সাথে আরেকজন
বলে ওঠে – আজ খাই; কাল
ছেড়ে দিব।

আগামীকাল সব সময়ই আগামীকাল।

শয়তান খুব সুক্ষ ভাবে আমাদের ব্রেন
ওয়াস করে। আমরা কখনোই
বলিনা না যে – আমি আর
কখনো নামাজ পড়ব না অথবা দশ বছর
পর পড়ব।

শয়তান চালাকি করে আমাদের বুঝ
দেয় এইতো কাল থেকেই পড়ব।

তবে আগামীকাল আর আসে না।

এলেই আমরা ভাল হয়ে যাব।

আমরা শুধু আজকের জন্য খারাপ।

সাফল্য ব্যার্থতা বলে আসলে কিছু
নেই। জীবনের মূল বক্তব্য- কবর। জন্মের
আজান আদায় হয় জানাযায়। জন্মের
ঋণ শোধ হল মৃত্যুতে। এটাই সত্য।

বাকি সব মিথ্যা।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates