কাজের কথায় আশা যাক। যারা হার্ডওয়্যার & নেটওয়ার্কিং নিয়ে কাজ করে তাদের জন্য সার্ভার বিষয়টা জানা আবশ্যক। তাই নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করতে চাইছেন, তাদের জন্যই আজকের এই টিউন। বিট বাইট টেকনোলজির সহযোগীতায় আমি ও আমার বন্ধুবর তাহসিন এর অক্লান্ত পরিশ্রমে প্রায় একমাস পর প্রকাশ করতে যাচ্ছি Windows server 2008 এর উপর বাঙলা পিডিএফ বইটি। Windows Server 2008 এর উপর ফ্রি কোন বাংলা পিডিএফ আমার নজরে আসে নাই। আশা করছি সবার উপকারে আসবে।
বইটি পড়ে যা যা জানতে পারবেন:
১. সার্ভার কি? কেন?
২. Windows Server এবং Linux Server সম্পর্কে আলোচনা।
৩. Windows Server 2008 এর আলোচনা।
৪. Windows Server 2008 ইনষ্টল দেওয়ার পদ্ধতি।
৫. Server Manager সম্পর্কে আলোচনা।
৬. Role এবং Feature সম্পর্কে আলোচনা।
৭. Active Directory Domain Services কি? কেন?
৮. Client Computer সংযুক্ত করে তাকে নিয়ন্ত্রন করার প্রক্রিয়া।
৯. DNS ও DHCP সার্ভার সম্পর্কে আলোচনা।
১০. প্রিন্ট কি এবং Install করার প্রক্রিয়া।
১১. ওয়েভ সার্ভার কি? কেন? Install করার প্রক্রিয়া। [বিস্তারিত]
১২. রিমোট ডেস্কটপ কি? কেন? Settings করার প্রক্রিয়া।
২. Windows Server এবং Linux Server সম্পর্কে আলোচনা।
৩. Windows Server 2008 এর আলোচনা।
৪. Windows Server 2008 ইনষ্টল দেওয়ার পদ্ধতি।
৫. Server Manager সম্পর্কে আলোচনা।
৬. Role এবং Feature সম্পর্কে আলোচনা।
৭. Active Directory Domain Services কি? কেন?
৮. Client Computer সংযুক্ত করে তাকে নিয়ন্ত্রন করার প্রক্রিয়া।
৯. DNS ও DHCP সার্ভার সম্পর্কে আলোচনা।
১০. প্রিন্ট কি এবং Install করার প্রক্রিয়া।
১১. ওয়েভ সার্ভার কি? কেন? Install করার প্রক্রিয়া। [বিস্তারিত]
১২. রিমোট ডেস্কটপ কি? কেন? Settings করার প্রক্রিয়া।
যারা
হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চাইছেন বা করেন তাদের কাছে
লাগবে। বিশেষ করে যারা পলিটেকনিকে পড়ালেখা করছেন তাদের জন্য বইটি জরুরী।
সার্ভার অনেক বড় একটি বিষয়। এটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিতে হলে অধিক
অনুশীলন ও Curiosity এর বিকল্প নাই। এখানে মৌলিক বিষয়গুলোর প্রাথমিকভাবে
আলোচনার করা হয়েছে। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।