Home About-us Privacy Policy Contact-us Services

Moli Player Pro ব্যবহার করুন আজীবন! (কোন প্রকার জেলব্রেক বা আনলক ছাড়া) [Windows Phone 8.1]

ad+1

আমরা যারা উইন্ডোজ ফোন ব্যবহার করি তারা জানি মলি প্লেয়ার এর গুরুত্ব। আসলে উইন্ডোজ ফোন এর মলি প্লেয়ার এবং আন্ড্রইড এর এমএক্স প্লেয়ার এর কর্মকাণ্ড পুরাই এক। মলি প্লেয়ার এমন একটি প্লেয়ার যার মাধ্যমে সকল ফরম্যাট  এর ভিডিও প্লে করা যায়। এমন কি উইন্ডোজ ফোন এ ১০৮০পি ভিডিও স্মুথলি প্লে করার জন্য মলি প্লেয়ার ই এক মাত্র ভরসা !! কিন্তু সমস্যাটা হল যে এই মলি প্লেয়ার টি ফ্রী না। উইন্ডোজ স্টোর এ এই প্লেয়ার টির মূল্য ২১০ টাকা। যেখানে এম এক্স প্লেয়ার ফ্রী উপভোগ করছে আন্ড্রইড ইউজার রা। স্টোর থেকে মলি প্লেয়ার ট্রায়াল ডাউনলোড করা যায়। কিন্তু ১৫-২৫ দিন এর ভেতর তা আর ব্যবহার করা যাই না। তাই আজ আমি আপনাদের একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি এই প্লেয়ার টি কে আজীবন ব্যবহার করতে পারবেন। তাও আবার কোন প্রকার জেল ব্রেক বা আনলক ছাড়া !!!!
ত কাজে লেগে পরা যাক!
প্রথমে এইখান [Download Moli Player [Pro] For WP 8.1] থেকে প্রবেশ করে নিচের দিকে চলে আসুন এবং Download And Install Manually এই অপশন টি তে ক্লিক করে মলি প্লেয়ার এর .XAP ফাইল টি ডাউনলোড করে নিন। [ ডাউনলোড করতে অসুবিধা হলে নিচের Screen Shoot অনুসরণ করুন ]





এই বার আপনার উইন্ডোজ ফোন টিকে USB Cable এর সাথে পিসি তে সংযুক্ত করুন। তার পর ডাউনলোড করা ফাইল টি আপনার ফোন এর এসডি কার্ড এ পাঠিয়ে দিন। তারপর আপনার ফোন টি USB থেকে খুলে ফেলুন এবং রিস্টার্ট করুন।
রিস্টার্ট করার পর স্টার্ট স্ক্রিন থেকে স্টোর এ টাপ করুন। তারপর মোর এ টাপ করুন । তারপর Install Local Apps এ টাপ করুন। এইখানে আপনার ডাউনলোড করা মলি প্লেয়ার টি দেখতে পাবেন। এইবার আরামছে ইন্সটল করুন।
[ এইখানে ট্রিক্সস টা হল এইটা যে; সাধারনত স্টোর থেকে মলি প্লেয়ার ডিরেক্ট ডাউনলোড করলে ১৫-২৫ দিন এর বেশি ব্যবহার করা যাই না। কিন্তু এই ভাবে ইন্সটল করে ১৫-২৫ দিন পর যখন প্লেয়ার টি অচল হয়ে যাবে তখন আনইন্সটল করে আবার রি ইন্সটল করলেই আপনি প্লেয়ার টি ব্যবহার করতে পারবেন। এই ভাবে মলি প্লেয়ার কে আজীবন ব্যবহার করতে পারবেন কোন প্রকার পে না করে ]

আশা করি আজকের ট্রিক্সস টি আপনাদের উপকার এ আসবে। আবার দেখা হবে পরবর্তী কোন টিউন এ। সেখানে হাজির হব আবার নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকুন সবাই।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates