Home About-us Privacy Policy Contact-us Services

চলুন জেনে নেই মাইক্রোসফটের এক্সপির সেই ছবি নিয়ে কিছু কথা

ad+1





কম্পিউটার চোখে দেখেছেন এমন কাউকে খুজে পাওয়া যাবেনা যে এই ছবিটি দেখেননি। সবাই জানে এটা উইন্ডোজ এক্স পি এর ডিফল্ট ওয়াল পেপার ।আজকে আমি আপনাদের এই ছবিটি সম্পর্কে কিছু মজার তথ্য দিব । এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশিবার দেখা স্থিরচিত্র । আমিরিকান ফটোগ্রাফার চার্লস অরিয়ার একদিন ঘুরতে যেয়ে এ দৃশটি ক্যামেরা বন্দী করেন। সভাবতই তার অন-লাইন অ্যালবাম এ আপলোড করে রাখেন । পরবর্তিতে বিল গ্রেটস তার উইন্ডোজ এক্স পি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট ওয়াল পেপার এর জন্য একটি ছবি খুজতে থাকেন। অন- লাইন এ খুজতে খুজতে এই ছবিটি বিল গ্রেটস এর খুব পছন্দ হয় এবং তিনি এর সত্ত্ব কিনে নেন। ক্লিনটন এবং মনিকা লিওনেস্কির ছবির পর এটি হচ্ছে সবচেয়ে বেশি মূল্য বিক্রিত ছবি । চার্লস অরিয়ার আমিরিকার কেলফরনিয়ার সনমা কণ্টীর নিকট থেকে ২০০১ সালে ছবিটি তোলেন । ছবিটির একটি নাম ও আছে সেটি হল Bliss ব্লিস ।এখন জায়গাটির অনেক পরিবর্তন হয়েছে । একেক আবহাওয়ায় জায়গাটি ভিন্নরুপ ধারন করে । বর্তমান অবস্থা দেখলে বিশ্বাসই হবেনা যে এটাই সেই ছবির যায়গা । অনেকে আবার সখে সেই জায়গায় ঘুরতেও যান ।
http://en.wikipedia.org/wiki/Bliss_(image)
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates