Home About-us Privacy Policy Contact-us Services

নামিয়ে নিন আরো দশটি বই।

ad+1

ফেব্রুয়ারী মাস মানেই ভাষার মাস, বইমেলার মাস। ঢাকা থেকে কিছুটা দূরে থাকার কারণে আমি এখনো বই মেলায় যেতে পারিনি। খুব শীঘ্রই চলে যাবো। নতুন বই নিয়ে একটা টিউন কি করা যাবে? তবে সবাই পিডিএফ কপি চাইবে। আমরা সব কিছু এত ফ্রি চাই যে ভূলে যাই বই একজন লেখকের, একজন প্রকাশকে্‌ একজন বিক্রেতার রুটি রুজির সংস্থান করে।  আমরা যদি কিছু বই না কিনি তবে বাংলা সাহিত্যের এই ধারাটি আর সজীব থাকবে না। তখন স্ক্যান করে অনলাইনে ছাড়ার জন্য নতুন কোন কাগুজে বই থাকবে না। তাই যারা বই স্ক্যান করে অনলাইনে ছাড়েন তাদেরকে বলবো আপনারা কপিরাইট মুক্ত বই স্ক্যান করে অনলাইনে ছাড়ুন। অন্যের অধিকারকে ক্ষতিগ্রস্থ করবেন না।
উপমহাদেশের আইনানুসারে একজন লেখকের মৃত্যুর ৫০ কি ৬০বছর পরে একজন লেখকের লেখা কপিরাইট মুক্ত হয়। সেই দৃষ্টিকোণ থেকে রবীন্দ্র, বিভূতিভূষণ, বঙ্কিম, সঞ্জীব, মার্ক টোয়েনের রচনাবলী কপিরাইট মুক্ত। কিন্তু হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কাজী আনোয়ার হোসেনের বই কপিরাইটযুক্ত। আমিও অনলাইনে কপিরাইট যুক্ত বই ডাউনলোড করার লিংক শেয়ার করে অপরাধ করছি। মাঝে মাঝে বিবেকের তাড়নায় ভূগি।মনে হয় ঠিক করছি না। আবার মনে হয় বই না পড়ার যুগে আমি মানুষকে ভার্চুয়াল বই পড়তে উদ্বুদ্ধ করছি মাত্র। এটা পড়া না পড়ার দ্বায়িত্ব তাদের। আবার বলছি বই কিনুন, লেখক বাঁচান।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে । ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় ।

সাম্ভালা - শেষযাত্রা - শরিফুল হাসান

সাম্ভালা  ট্রিলজি। তিনটি উপন্যাস।  "সাম্ভালা" "সাম্ভালা দ্বিতীয় যাত্রা" "সাম্ভালা শেষ যাত্রা"। আলোচ্য বইটি সাম্ভালা শেষ যাত্রা। বাংলাদেশের হাজার হাজার গ্রামের মধ্যে অতি সাধারন এক গ্রাম।কাহিনীর শুরু হয় সেখান থেকেই।কিন্তু এই অসাধারন কাহিনী আটকে থাকেনি ঐ সাধারন গ্রামে।আটকে থাকেনি সময়ের বেড়াজালেও।বাংলাদেশের নানা জায়গা থেকে বিশ্বের নানা স্থানে পৌঁছে গেছে কাহিনীর পরিধি,পৌঁছে গেছে বর্তমান থেকে সুদূর অতীতে। ইতিহাস এবং বর্তমান হাত ধরাধরি করে এগিয়ে গেছে সহস্রাব্দ প্রাচীন এক রহস্যময় পরিব্রাজকের সঙ্গি হয়ে। ইউরোপ, মিশর থেকে ভারতীয় উপমহাদেশ হয়ে সুদূর তিব্বতে।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র ছিলেন | বিষয় ছিলো রসায়ন |সকারী চাকরি করেছে বেশ কয়েকদিন |রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন সুরু করে |তার প্রথম লেখা প্রকাশিত হয় চত এক সিনেমা পত্রিকায় |

হাকলবেরি ফিন - মার্ক টোয়েন

১৮৭৬ সালে প্রকাশিত 'দি অ্যাডভেঞ্চারস অব টমসয়্যার' এবং ১৮৮৫ সালে 'অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন' উপন্যাস দুটি কেবল পাঠক মহলকে আলোড়িত করেনি, বর্ণবাদে আচ্ছন্ন তৎকালীন ঘুণে ধরা সমাজকে নাড়িয়ে দিয়েছিলো। সমালোচকগণ বলেন, হাকলবেরি উপন্যাসটি রূঢ় নয়। আসলে রূঢ় হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাস, যা মার্ক টোয়েন তার উপন্যাসটিতে তুলে ধরেছেন। হাকলবেরি ফিন  উনিশ শতকের আমেরিকার এক কালো ইতিহাসের সরস উপাখ্যান। মাতাল পিতার হাত থেকে পালাচ্ছে ১৪ বছর বয়সের হাক। তার সঙ্গে নিগ্রো দাস জিম।

জলমানব

কল্পবিজ্ঞান উপন্যাস – মুহম্মদ জাফর ইকবাল

দরজার ওপাশে - হুমায়ুন আহমেদ

দরজার ওপাশে হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের দ্বিতীয় বই।

আমার আমি -

উত্তম কুমার

গণিতের মজা

মজার গণিত

মুহাম্মাদ জাফর ইকবাল

তিনটি উপন্যাসিকা

*

রম্যরচনা ৩৬৫ - তারাপদ রায়

*
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates