Home About-us Privacy Policy Contact-us Services

মহাকাশের পরিস্থিতিঃ ফেব্রুয়ারি মাসে যা হবে

ad+1

প্রকৃতির সৌন্দর্য অপার। পৃথিবীর সৌন্দর্যেই আমরা মুগ্ধ। কিন্তু তার চেয়ে বেশি সৌন্দর্য লুকিয়ে আছে অসীম আকাশে। রাতের আকাশে চাঁদের চেয়ে সুন্দর আর কিইই বা হতে পারে? তার চেয়েও সুন্দর দৃশ্য দেখা যায় মহাকাশে। তার জন্য চাই সঠিক
সময় এর স্থান। আকাশ দেখার জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত উপযোগী একটা সময়। এই মাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নেয়েই পোস্টটা সাজানো হয়েছে।

সম্পূর্ণ চাঁদ
এই মাসে মহাকাশে আমাদের সৌড়জগতে যা যা দেখা যাবে তার প্রায় সবই এখানে উল্লেখ করা হোল।
মঙ্গলবার, ফেব্রুয়ারী 3, 6:09 বিকাল
পূর্ণিমা
ফেব্রুয়ারির পূর্ণচন্দ্র "স্নো মুন" বা "হাঙ্গার মুন" হিসাবে পরিচিত। এই দিনে সূর্য ওঠার সময়  চাঁদ অস্ত যায় আর সূর্য অস্ত গেলে চাঁদ উঠে। এটাই একমাত্র দিন যখন সারা রাত আকাশে চাঁদ দেখা যায়। তাছাড়া অন্যান্য মাসে সামান্য সময়ের জন্য হলেও দিনে চাঁদকে দেখা যায়।
বুধবার, ফেব্রুয়ারী 11, 10:50 বিকাল
শেষ কোয়ার্টার মুন
শেষ কোয়ার্টার চাঁদ রাত 1:15 মিনিটে উঠে এবং সকাল 11:45 মিনিটে অস্ত যায়। এইদিন সূর্য ওঠার পর সহজেই এই চাঁদকে দেখা যায়।
বুধবার, ফেব্রুয়ারী 18, 6:47 বিকাল
নতুন চাঁদ
এই দিনের চাঁদকে ভালোভাবে দেখা যায় না, কারন তখন চাঁদ সূর্যের খুব কাছে থাকে। তবে কখনো বা সকালে এবং সন্ধায় খুবই সামান্য দেখা যায়। তখন চাঁদ খুব সরু থাকে।
বুধবার, ফেব্রুয়ারী 25, 12:14 বিকাল
প্রথম কোয়ার্টার মুন
প্রথম কোয়ার্টার চাঁদ রাত 11 তায় উঠে এবং 2 তায় অস্তমিত হয়। এটা সন্ধার আকাশে ভালো দেখা যায়।

কিছু হাইলাইটঃ
রবিবার, ফেব্রুয়ারী 1, 6 সকাল
এ দিন শুক্র গ্রহ নেপচুনকে অতিক্রম করবে।
শুক্রবার, ফেব্রুয়ারী 6-শুক্রবার, ফেব্রুয়ারী 20, সন্ধ্যা গোধূলির পর
রাশিচক্রসংক্রান্ত আলো
এ সময় পশ্চিম-দক্ষিনে শুক্র ও মঙ্গলের সামান্য উপরে তাকালে উজ্জল আলো দেখা যাবে। একে তখন সবুজ দেখায়।
শুক্রবার, ফেব্রুয়ারী 6, 1 বিকাল
বিপরীত বুধ
এ দিনে ভোরে এবং সন্ধায় পৃথিবীর আকাশে বুধকে সূর্যের ঠিক উল্টো পাশে দেখা যাবে।
শুক্রবার, ফেব্রুয়ারী 20, সন্ধ্যা গোধূলি
মঙ্গল, শুক্র, এবং চাঁদ
বিপরীত রঙের দুটো গ্রহের মাঝে একটি অর্ধচন্দ্র দেখা যাবে এ দিন।
শনিবার, ফেব্রুয়ারী 21, সন্ধ্যা
ইউরেনাস ও মুন
চাঁদ ধীরে ধীরে ইউরেনাসকে ঢেকে দিবে। এ উত্তর অ্যামেরিকায় এমন দেখা যাবে। আপনার নিজের অবস্থান ও সময় জানার জন্য যেকোন প্লানেটেরিয়াম সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।
মঙ্গলবার, ফেব্রুয়ারী 24, ভোর
ভোর বুধ
দক্ষিন গোলার্ধ থেকে বুধকে সবচেয়ে বড় দেখা যাবে এ দিন।
বুধবার, ফেব্রুয়ারী 25, 7 বিকাল
আলডেবারান এবং মুন
প্রথম কোয়ার্টার চাঁদ জায়ান্ট জায়ান্ট নক্ষত্র আলডেবারানকে ও  রোহিনী-নক্ষত্র গুচ্ছকে অতিক্রম করবে। যেসব স্থান থেকে দেখা যাবেঃ আলাস্কা, উপঃ কানাডা, উত্তর রাশিয়া, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, এবং স্ক্যান্ডিনেভিয়ার।

গ্রহ সম্পর্কে কিছু-

+বুধ যা কিনা সকালের তারা নামে পরিচিত, একে দক্ষিন গোলার্ধ থেকে ভালোভাবে দেখা যাবে।
+শুক্রকে সন্ধ্যাতারা বলা হয়। সূর্য অস্ত যাওয়ার পড় একে দক্ষিন-পশ্চিম আকাশে দেখা যায়।
+মঙ্গল মাস শুরু করে কুম্ভরাশিতে এবং ১১ তারিখে মীনরাশিতে যায়। মঙ্গল এ সময় সুরযকে মাত্র 0.5 ডিগ্রী হয়ে অতিক্রম করে।
+বৃহস্পতিকে সূর্যের বিপরীতে দেখা যায়। ৬ তারিখে সারা রাত খুব উজ্জল ভাবে আকাশে একে দেখা যায়। এটা সিংহ রাশি থেকে কর্কটরাশিতে যায় এবং এখানেই থাকে জুন মাস পর্যন্ত।
+শনিকে সকালের আকাশে দেখা যায়।
+ইউরেনাসকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দেখা যায়।
+এই মাসে নেপচুনকে দেখা যায় না।
তথ্যসূত্রঃ স্পেস ডট কম।
কষ্ট করে টিউনটা পড়ার জন্য ধন্যবাদ।

বিজ্ঞানের পাশে থাকুন, বিজ্ঞানকে ভালোবাসুন।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates