গ্রাফিক্স ডিজাইন অনেকেই
করেন কিন্তু 3D গ্রাফিক্স ডিজাইন মনের মতো করে কয়জন করতে পারেন সেটা হলো
জানার বিষয়। আমরা প্রায় সকলেই 3D গ্রাফিক্স ডিজাইন পছন্দ করি, অনেকেই
আমাদের কম্পিউটারের স্ক্রিনসেভার হিসাবে 3D টেক্সট ব্যবহার করি। কিন্তু
আমাদের প্রয়োজন অনুযায়ী সব জায়গাতে এটা ব্যবহার করতে পারিনা। ফটোশপে অনেকেই
3D গ্রাফিক্স ডিজাইন করতে পারেন কিন্তু সেটা অনেক এডভান্স লেভেলের কাজ
হওয়াতে অধিকাংশই সেটা পারেনা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে যেকোন
ধরনের 3D ডিজাইন কোন প্রকার প্রফেশনাল জ্ঞান ছাড়ায় আপনি করতে পারবেন।
Xara 3D Maker 7 | Price $39.99
3D
গ্রাফিক্স ডিজাইনের জন্য সচরাচর যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলো
ব্যবহার করা খুব কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সবাইতো আর কষ্ট করতে
চায়না বা চাইলেও পারেনা কারন অর্জন করা জিনিস হারিয়ে ফেলা যতো সহজ তার চেয়ে
শতগুন কঠিন সেগুলো অর্জন করা। উল্লেখিত সফটওয়্যারটি তৈরী করা হয়েছে তাদের
জন্যই যারা কম পরিশ্রমে চিত্তাকর্ষক ফলাফল প্রত্যাশা করেন। তবে ডাউনলোড
শুরু করার পূর্বে সফটওয়্যারটি সম্পর্কে চলুন কিছু জেনে নিই। নিচে রয়েছে
সফটওয়্যারটির ফিচারের অফিশিয়াল লিংক, একটু কষ্ট করে জেনে আসুন।
অফিশিয়াল
সাইটে রয়েছে কিছু টিউটরিয়াল এবং পর্যাপ্ত উদাহরন। অফিশিয়াল সাইটে না গেলে
আপনি কিছুই জানতে পারবেন না। তবুও সংক্ষেপে উল্লেখ যোগ্য কিছু ফিচার আমি
বলছি-
- তৈরী করতে পারবেন হাই কোয়ালিটি 3D টেক্সট এবং গ্রাফিক্স; যেমন- হেডলাইন, লোগো, টাইটেল এবং আকর্ষনীয় বাটন যা খুব সহজেই যেকোন ওয়েব পেজ, প্রেজেন্টেশন বা ভিডিওতে ইমপোর্ট করতে পারবেন।
- কয়েক সেকেন্ডে তৈরী করতে পারবেন 3D অ্যানিমেশন, ফ্ল্যাশ ভিডিও এবং ডেস্কটপ স্ক্রিনসেভার। আর বাকি ফিচারগুলো উন্মোচিত হোক সফটওয়ারটিকে আপনাদের সবার ব্যবহার করা মধ্য দিয়ে। তবে একনজের দেখে নিতে পারেন ভেতরের ইন্টারফেইজ। আমার মনে হয় এটা ভালো লাগবেই।

প্রথম দর্শন | প্রেমে যদি একবার পড়ে যান তাহলে কিন্তু উঠতে পারবেন না | সুতরাং সাবধান
ডাউনলোড এবং একটিভেশন
সফটওয়্যারটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে জিপ ফাইলে
সীমাবদ্ধ ফুল ভার্সণ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। যাতে রয়েছে ইনস্টলার এবং
বরাবরের মতো মেডিসিন ফাইল। মেডিসিন ফাইলটিকে আপনার কম্পিউটারের
এন্টিভাইরাস থ্রেট হিসাবে দেখতে পারে। সুতরাং ব্যবহারের পূর্বে অবশ্যেই
এন্টিভাইরাস প্রোগ্রামটি অফ করে রাখবেন। তবে যারা তাদের সিকিউরিটির
ব্যাপারে অধিক চিন্তিত তাদের বলছি মেডিসিন ফাইলটি ফলস পজিটিভ, যা আপনার
পিসির কোন ক্ষতি করবে না। এ ব্যাপারে পরবর্তিতে কোন কথা গ্রহণযোগ্য হবে না।
আপনারা
যদি জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে তাহলে জিপ ফাইলটি এক্সট্রাক্ট
করুন। ইন্টারনেট কানেকশন বন্ধ করে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন
কিন্তু ইনস্টল শেষে ওপেন করা থেকে বিরত থাকুন। এবার সফটওয়্যারটির
ইন্টারনেট কানেকশন ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন, যারা না পারেন তারা স্কিপ
করতে পারেন। তারপর নিচের নিদের্শনা অনুসরন করুন।
- ডেস্কটপে থাকা আইকন থেকে সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে নিচের মতো করে রেজিস্ট্রেশন মেনু পপ-আপ হবে। আপনি দেখানো জায়গাতে ক্লিক করুন।
- এখন নিশ্চয় নিচের মতো চিত্র আপনার সামনে এসেছে। আপনার কাছে তো কোন সিরিয়াল নাম্বার নেই, তাহলে কী করবেন এখন?
- আমার দেওয়া মেডিসিন ফাইলটি এডমিন হিসাবে রান করুন। তারপর প্রোডাক্ট ড্রপডাউন মেনু থেকে Xara 3D Maker 7 সিলেক্ট করুন। তাহলে অটোমেটিক সিরিয়াল এবং একটিভেশন কোড পেয়ে যাবেন। না পেলে জেনারেট বাটন চাপুন। মনে রাখবেন সিরিয়াল এবং একটিভেশন কোড জোড়ায় জোড়ায় কাজ করে, সুতরাং উল্টা-পাল্টা করবেন না। এখন সিরিয়ালটা কপি করে ২য় ধাপে দেখানো বক্সে বসিয়ে দিন।
- সিরিয়াল দেওয়ামাত্র নিশ্চয় আপনার কাছে মেইল এড্রেস চাওয়া হয়েছে? এখন যেকোন একটা ইনভেলিড মেইল এড্রেস দিয়ে দিন যেমন আমি দিয়েছে আমার সবচেয়ে পছন্দের ফেইক মেইল নেম dropshadow@mail.com। না বুঝলে নিচের চিত্র দেখুন এবং সব শেষে মার্ক করা অংশে ক্লিক করুন।
- নিচের মতো চিত্র আসলে চিন্তাভাবনা না করে শুধু মার্ক করা অংশে ক্লিক করুন।
- আপনার কাছে একটিভেশন কোড চাওয়া হবে। ৩য় স্টেপে মেডিসিন ফাইল থেকে প্রাপ্ত একটিভেশন কোড কপি করে এখানে পেস্ট করুন।
- সব কাজ ঠিক ভাবে করতে পারলে আপনার একটিভেশনটি সফলভাবে সম্পন্ন হবে। আপনাকে অভিনন্দন কাজটি সঠিক ভাবে করার জন্য। এবার মনের মতো করে ডিজাইন করতে থাকুন। পারলে আপনার করা ডিজাইন আপলোড করে আমাকে দেখাতে পারেন।







আশা
করি প্রত্যেকটি ধাপ মনযোগ দিয়ে দেখেছেন এবং সফলভাবে সব কিছু করতে পারছেন।
কোন কাজ একবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করুন। তারপর না হলে সাহায্য চেয়ে
আবেদন করুন। এতো বিস্তারিত লেখার পরেও অনেকে রাত-দুপুরে ফোন দিয়ে বলে ভাই
প্রসেসটা একটু বলে দেন প্লিজ। তখন অনুভূতিটা কেমন হয় সেটা হয়তো আপনারা
বুঝতে পারছেন। যাহোক, আপনার চিন্তা চেতনাকে কাজে লাগান এবং নিজের কাজ নিজে
করার মানুষিকতা সৃষ্টি করুন। সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।