Home About-us Privacy Policy Contact-us Services

কীভাবে ব্লগারে ফ্রিতে নিজের ব্লক তৈরি করবেন? (লিখিত টিউটোরিয়াল)

ad+1

ব্লগিং এর জন্য ব্লগার.কম অনেক জনপ্রিয়। আমরা ব্লগ খোলা সম্পর্কে অনেকে  জানি। এটা ব্লগিং এর জন্য গুগলের ফ্রি সেবা।
তারপরও নতুনরা যদি ব্লগারে ব্লগ কীভাবে খুলতে হয়  না জানেন, তবে আমার এই লেখা থেকে দেখে নিতে পারেন। ব্লগারে ফ্রি ব্লগের জন্য একটা গুগল একাউন্ট হলেই হবে।

আগে আসুন দেখি একজনের কেন ব্লগ দরকারঃ
১. যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য।
২. লেখার দক্ষতা বৃদ্ধির জন্য।
৩. অন্যকে উৎসাহিত করার জন্য।
৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৫. সর্বোপরি একুশের দশকে নিজেকে জানানোর জন্য।
এবার আসুন আমরা দেখি কীভাবে ব্লগারে নিজের ব্লক তৈরি করবঃ
প্রথমে আপনার GMAIL  আকাউন্ট LOG IN করুন।
তারপর এই লিংকে যান-এখানে যান
তারপর নতুন ব্লগ অপশনে ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন।
তারপর নিচের মতো অপশন আসবে। সেখানে আপনার ব্লগের নাম, ঠিকানা (যে এড্রেসে অন্যরা আপনাকে ওয়েবে দেখতে পাবে অর্থাৎ ওয়েব এড্রেস) এবং আপনার টেম্পলেট পছন্দ করুন।
হয়ে গেল আপনার ব্লগারে একাউন্ট খোলা।
তারপর নিচের লাল গোল নির্দেশিত জায়গা গুলো থেকে আপনি নতুন পোস্ট করতে পারবেনএডিট করতে পারবেন, 
৩য় নাম্বার লাল অপশন থেকে ব্লগের সকল অপশন পাবেন অর্থাৎ এই অপশন থেকে আপনার ব্লগের সকল লে-আউট, টেম্পলেট, সেটিং বদলাতে পারবেন। নিচের ছবি থেকে
সব গুলো দেখুন।
সবশেষ লাল গোল অপশনে ক্লিক করলে আপনার ব্লগ দেখতে পাবেন।
কারও  GMAIL  এ বাংলা না থাকলে, যেখানে অপশন গুলো বাংলাতে আছে, সেখানে ENGLISH অপশন শো করবে।
আজ এই পর্যন্ত। দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে।
মনে হয় বুঝতে অসুবিধা হবে না। কোন সমস্যা হলে কমেন্টে জানবেন। আছি আপনাদের সাথে।
ধন্যবাদ।



Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates